১০২ বছর বয়সে আকাশ থেকে লাফ! (ভিডিও)

১০২ বছর বয়সে

১০২ বছরের বৃদ্ধা ইরেনে ওসেয়া বয়সে প্রবীণ হলেও মনের দিক দিয়ে নবীণ। তাই আকাশ থেকে লাফ দেওয়ার খেলা স্কাইডাইভের প্রতি হঠাৎ করেই আগ্রহী হয়ে ওঠেন। আর এক পর্যায়ে স্কাইডাইভ করার সিদ্ধান্তও নিয়ে ফেললেন।

অল্প স্বল্প নয় একেবারে ১৪ হাজার ফুট ওপর থেকেই লাফ দিতে চান তিনি। এজন্য প্রশিক্ষণেও অংশ নিলেন। বৃদ্ধার মনের ইচ্ছা শুনে প্রশিক্ষকও হতবাক হন। তবে নিজের ইচ্ছায় অনড় বৃদ্ধা। তাই প্রশিক্ষককে সঙ্গে নিয়েই ঝাঁপ দিলেন বিমান থেকে।

সে সময়কার অনুভূতি কেমন? এমন প্রশ্নের জবাবে বৃদ্ধা বললেন, ‘একটু শীত করছিল।’

এ ঘটনা ক্যামেরাবন্দি করেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার স্কাইডাইভ সংস্থাটি।

এত বয়সে স্কাইডাইভ করে বিশ্বরেকর্ডের জোর সম্ভাবনা রয়েছে বৃদ্ধার। বিশ্বের প্রবীণতম স্কাইডাইভার হতে পারেন তিনি।

আরএম-১৯/১৩/১২ (অনলাইন ডেস্ক)