ইজিবাইক চালক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিচারিক আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের খালিদ ফকির, রাজ্জাক মোল্লা, মো. বিপুল ফকির, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের মো. হাসান শেখ এবং নড়াইলের লোহাগাড়া উপজেলার চাচই গ্রামের মো. ফসিয়ার মোল্লা। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক।

আদালতের এপিপি মো. শহিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা সদরের কাঁচাবাজার এলাকা থেকে ইজিবাইক চালক জাহিদুলকে একদল লোক ভাড়া করে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। একই বছরের ২ অক্টোবর কাশিয়ানীর গোপালপুর গ্রামের ভুলবাড়িয়া ব্রিজের কাছ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জাহিদুলের বাবা সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মো. নজরুল ইসলাম বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। পরে চার্জশিটে আরও ৩ জনের নাম অন্তর্ভুক্ত করে মোট পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এসএইচ-১২/২৫/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)