দাফনের ৯ মাস পর ফিরলেন বৃদ্ধা, গুজব বলছেন স্থানীয়রা

গাইবান্ধা সদর উপজেলায় নয় মাস আগে মারা যাওয়া বাছিরন বেওয়া নামে ৯২ বছরের এক বৃদ্ধা জীবিত অবস্থায় ফিরে এসেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই বৃদ্ধার ফিরে আসার বিষয়টিকে গুজব হিসেবে দেখছেন স্থানীয়রা। বুধবার  সকাল থেকে সদরের ডেভিড কোং পাড়ার ওই বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা।

স্বজনরা জানান, প্রায় নয় মাস আগে ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী বাছিরন বেওয়া মারা যান। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী যথারীতি জানাজা শেষে গাইবান্ধা পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করেন। তবে গত দুদিন আগে মারা যাওয়া বাছিরন বেওয়াসদৃশ এক নারীকে গাইবান্ধা রেল স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায়। এমন খবরে বাছিরন বেওয়ার মেয়ে মাজেদা বেগম ওই নারীকে তার বাড়িতে নিয়ে যান। এ সময় ওই নারীও নিজেকে বাছিরন বেওয়া দাবি করেন।

তবে স্বজনরা দাবি করে বলছেন, বাছিরন ফিরে এসেছেন।

কিন্তু স্থানীয়রা বলছেন, মৃত ব্যক্তি কীভাবে ফিরে আসবে। এটা গুজব, তারই মতো দেখতে হলেও আসলে তিনি নন।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম রুবেল বলেন, মৃত ব্যক্তি কখনোই ফিরে আসতে পারেন না। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীকে থানায় নিয়ে আসে। তদন্ত করে পরে জানানো হবে। এ নিয়ে আজ বুধবার সকাল থেকে বিভিন্ন যোগাযোগমাধ্যমে বিষয়টা ভাইরাল হলে বিভিন্ন এলাকার উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করতে থাকে।

এসএইচ-২৩./১১/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)