পিল খেয়ে কতটা নিশ্চিন্তে থাকতে পারেন আপনি ও আপনার পার্টনার?

পিল খেয়ে

আপনি নিয়মিত পিল নেন ৷ আপনি নিশ্চিন্ত আপনি না চাইলে সন্তান হবে না ৷ ফলে আপনি ও আপনার পার্টনার যখন প্ল্যান করছেন তখনই আপনাদের উত্তরসূরী আসবে ৷ কিন্তু এতটা নিশ্চিন্তে কি সত্যিই থাকতে পারেন ৷ পারেন না বোধহয় ৷

প্রথমেই জেনে রাখা দরকার পিল দুরকমের হয় ৷ একটা যে পিল -ডিম্বানু উৎপাদনের ওপর প্রভাব ফেলে আর অন্য ধরণের পিলটি আপনার গর্ভাশয়ের চামড়া পাতলা করে দেয় এর ফলে শুক্রাণু প্রবেশের সম্ভবনা কমে যায় ৷

যদি পিল নিয়মিতভাবে একদিনও মিস না করে নেওয়া হয় সেক্ষেত্রে ৯৯.৭ শতাংশ ক্ষেত্রে গর্ভাবস্থার সম্ভবনা নেই ৷ ১০০ জনের মধ্যে ১ জন হতে পারেন সন্তানসম্ভবা ৷ কিন্তু যদি এতটা আঁটোসাঁটোভাবে না নেওয়া হয় সেক্ষেত্রে সম্ভবনা টা খানিকটা কমে যায় ৷ ৯১ শতাংশ মহিলা এভাবে প্রেগনেন্ট হননা ৷

কিন্তু আপনি হয়ত ভাবলেন একদিন মাত্র মিস করেছেন তাতে আর কী ৷ কিন্তু সেখানেই মারাত্মক ভুল ৷ এতে আপনার হরমোনের ব্যালান্স গড়বড় হয়ে যায় ৷ আর সেখান থেকেই আপনাদের প্ল্যানিংয়ের বারোটা বেজে যেতে পারে ৷

যদি কোনওক্ষেত্রে ২ দিন পিল মিস হয়ে যায় সেক্ষেত্র সাতদিন অবধি যৌন সঙ্গম বন্ধ রাখাটাই শ্রেয় ৷ টানা ৭ দিন ওষুধ খাওয়ার পর আবার বিষয়টি রুটিনে চলে আসে ৷

অনেক সময় বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ড্রাগের কোর্স চলাকালীন কন্ট্রাসেপটিভ সঠিকভাবে কাজ করে না ৷ ফলে সে সময় চিকিৎসকের পরামর্শ নেমেই যৌন সঙ্গমের বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা করে নেওয়া উচিত ৷

আরএম-১৪/১৪/০৭ (স্বাস্থ্য ডেস্ক)