৯০ সেকেন্ডের একটা পরীক্ষাই বলে দেবে আপনার ক্যান্সার হতে পারে কিনা

৯০ সেকেন্ডের

ক্যান্সার আপনার আছে কিনা নয়, ক্যান্সার হতে পারে কিনা -সেটাও বলে দিতে পারে একটি পরীক্ষা ৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রিসার্চাররা একটি দারুণ অ্যাকুয়রেট পরীক্ষাপদ্ধতি বার করেছেন ৷ যেটা বলে দেবে আপনার আগামী সাড়ে তিন বছরের সময়কালে ক্যান্সার হতে পারে কিনা ৷

QIMR বার্গহোফার মেডিক্যাল রিসার্চ ইনসটিটিউট ৪০ থেকে ৭০ বছর বয়সীদের ওপর পরীক্ষা চালিয়েছেন ৷ আট বছর ধরে প্রায় ৪৫ হাজার মেলানোমা আক্রান্তদের নিয়ে কাজ করেছেন ৷ মেলোনমা আসলে সোজা বাংলায় আঁচিলের মতো গ্রোথ ৷

এটি একটি অনলাইন টেস্টের মতো ৷ যাতে সাতটি বিভিন্ন ক্রাইটেরিয়া -র কলাম পূরণ করতে হবে ৷ আপনার লিঙ্গ, স্কিনের ট্যান, আপনার শরীরে কতগুলি আঁচিল আছে, আপনার চুলের রঙ এবং আপনি কোন সানস্ক্রিন ব্যবহার করেন ৷

এই প্রশ্নোত্তরের জন্য আপনাকে কোনও বিশেষজ্ঞ হতে হবে না ৷ বরং আপনি উত্তর দিলে পুরো বিষয়টি আপনাকে সহজে বিশ্লেষণ করে দেবে এই অনলাইন টুল ৷

পরীক্ষার পর আপনার মাপকাঠি জেনে যাবেন, আপনি অধিক বিপদের ক্যাটাগরিতে পরেন না মাঝারি বিপদে না কম বিপদে পরেন ৷

আরএম-১৫/১৪/০৭ (স্বাস্থ্য ডেস্ক)