ত্বক ভালো রাখতে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল

ত্বক ভালো

চুলের জন্য ক্যাস্টর অয়েল নতুন কিছু নয়। ক্যাস্টরে রয়েছে ভিটামিন ই, প্রোটিন, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। যা চুল পড়া রোধের পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে। আনরিফাইনড ক্যাস্টর অয়েল চুল করে তোলে প্রাণবন্ত, মজবুত। কিন্তু ত্বকের জন্যও এই তেল যে ভীষণ কার্যকরী তা হয়তো অনেকেরই জানা নেই। এই তেলে উপস্থিত ভিটামিন-ই ত্বকের জন্য খুবই উপকারী।

ক্যাস্টর ওয়েল এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ত্বকের ন্যাচরাল ময়েশচার ব্যালান্স করতে সাহায্য করে। মুখ ভালোভাবে পরিস্কার করে দু’ফোটা ক্যাস্টর অয়েল ভালোভাবে মুখে ম্যাসাজ করুন।

একবার ক্লক ওয়াইজ, একবার অ্যান্টি ক্লক ওয়াইজ-সার্কুলার মোশানে মিনিট তিনেক ম্যাসাজ করুন। সারারাত মুখে ক্যাস্টর অয়েল বসতে দিন। সকালে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। দেখুন তো ত্বকে কোনও বদল চোখে পড়ছে কিনা!

আরএম-১০/১১/০৯ (স্বাস্থ্য ডেস্ক)