ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কী? উপসর্গ কী?

ইউরিনারি

দেহের কিডনি থেকে ইউরেথ্রা পর্যন্ত অংশকে ইউরিনারি ট্র্যাক্ট বলে। এই ট্র্যাক্টের সংক্রমণই হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন।

প্রশ্ন : ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আসলে কী?

উত্তর : ট্র্যাক্ট বলতে কী বোঝায়? আমার প্রথমে কী রয়েছে? কিডনি। দুটো ইউরেটার, এরপর ব্লাডার, এরপর ইউরেথ্রা—এই পথের যেকোনো জায়গায় সংক্রমণ হলে আমরা একে বলছি ইউরিনারে ট্র্যাক্ট ইনফেকশন। সংক্রমণ আমার নিচের ইউরিনারি ট্র্যাক্টেও হতে পারে, ওপরের ইউরিনারি ট্র্যাক্টেও হতে পারে।

প্রশ্ন : ইউরিনারি ট্র্যাক্ট ইনফেশনের উপসর্গ কী?

উত্তর : সব সময় যে খুব জটিল উপসর্গ দেখা যায়, সে রকম কিছু নয়। প্রস্রাব করার সময় একটু জ্বালাপোড়া হতে পারে। আমার ঘন ঘন প্রস্রাব হতে পারে। অথবা আমার প্রস্রাবের পরিমাণ খুব কমে যেতে পারে। হয়তো খুব গাঢ় রঙের প্রস্রাব হচ্ছে। বাজে গন্ধ থাকতে পারে। রক্ত গেলে আমার সাধারণত গাঢ় রঙের প্রস্রাব হবে। আমার তলপেটে ব্যথা হতে পারে। হালকা জ্বর থাকতে পারে। তবে আরেকটি অভিযোগ খুব বেশি থাকে। সেটি হলো, খাবার রুচি কমে যাওয়া।

আরএম-১৯/১২/০৯ (স্বাস্থ্য ডেস্ক, তথ্যসূত্র: এনটিভি)