প্রতিদিন অতিরিক্ত মদ্যপানে আয়ু কমে

প্রতিদিন অতিরিক্ত

প্রতিদিন অতিরিক্ত মদ্যপানে আয়ু কমে এমনি তথ্য জনিয়েছে একটি গবেষণা। ছয় লক্ষ মানুষের উপর করা এই গবেষণায় দেখা গেছে, প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫ বার ‘অ্যালকোহলিক’ পানীয় পান করলে একজন মানুষের জীবনের এক থেকে দুই বছরের আয়ু কমে যেতে পারে। খবর-বিবিসি বাংলার।

গবেষণায় আরও সতর্ক করে বলা হয়, সপ্তাহে ১৮ বারের বেশি কোনো ব্যক্তি মদ্যপান করলে তার আয়ু চার থেকে পাঁচ বছর কমে যেতে পারে। ২০১৬ সালে ইউকে গাইডলাইন অনুযায়ী এক সপ্তাহে ১৪ ইউনিটের বেশি মদ্যপান করা উচিত না । এছাড়া ছয়টি ছোট আকারের ক্যানের বিয়ার অথবা সাত গ্লাস ওয়াইনের সমান।

ৎল্যানসেট এর করা সেই গবেষণা বলছে, যারা হালকা মদ্যপান করেন তাদের মৃত্যুর ঝুঁকির মাত্রা বাড়ার কোন আশঙ্কা তারা দেখেন নি।

তবে গাইডলাইন অনুযায়ী হৃদরোগের ঝুঁকি বাড়ার কথা বলা হয়েছে। এছাড়া প্রতি ১২,৫ ইউনিট অ্যালকোহল সেবনে যেসব রোগের ঝুঁকি রয়েছে।

১. স্ট্রোক ১৪ শতাংশ

২. মারাত্মক উচ্চ রক্তচাপ জনিত রোগ ২৪ শতাংশ।

৩. হৃদযন্ত্র বিকল হওয়া শতাংশ

৪. মারাত্মক অ্যারোটিক এনিইউরিয়াস ১৫ শতাংশ।

আরএম-১১/২৩/১০ (স্বাস্থ্য ডেস্ক)