পায়ের যত্ন না নিলেই কাটা যাবে ডায়বেটিস রোগীর পা

পায়ের যত্ন

অনেকটা ক্যান্সারের মতোই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ডায়বেটিস। কোনো রোগই অবহেলার নয়। দীর্ঘদিন ধরে শরীরে ব্লাড সুগারের সমস্যা থাকলে সেখান থেকে দেখা দিতে পারে অন্যান্য রোগের উপসর্গ।

পরবর্তীতে তা অন্যান্য অঙ্গের উপরও প্রভাব ফেলে। ডায়াবেটিস পরিস্থিতি এমন হয় যে, পা কেটে ফেলতে হয়। শুনতে আশ্চর্য লাগলেও এটাই বাস্তব। তাইতো ডায়াবেটিস রোগীদের বলা হয়ে থাকে আগে পায়ের যত্ন, তারপর মুখের। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড অ্যান্ডোরিন ক্লিনিকের প্রধান অ্যান্ডোক্রিনোলজিস্ট ডা. ম্যারিলিনের মতে, ব্লাড সুগারের লেভেল বৃদ্ধি পেলে পায়ের সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়। কারণ ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধিতে সুগার তেল হিসেবে কাজ করে।

জেনে নিন কীভাবে পায়ের যত্ন নিবেন 

> প্রতিদিন ভালো করে পায়ের পাতা পর্যবেক্ষণ করুন। কোথাও কোনো ক্ষত বা ইনফেকশন হলে আগেই সচেতন হন।

> সপ্তাহে ৩ থেকে ৪ দিন গরম পানিতে বাথ সল্ট দিয়ে কিছুক্ষণ পা চুবিয়ে রাখুন।

> কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করুন।

> খালি পায়ে হাঁটবেন না। ভালো আরামদায়ক জুতা পরুন।

> একই মোজা না ধুয়ে বার বার পরবেন না।

> রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে ভালো করে পা ধুয়ে ম্যাসাজ করুন। এতে রক্ত চলাচল ভালো হবে।

> অতিরিক্ত রোদ, ধুলো বালি বা ঠাণ্ডার হাত থেকে পায়ের পাতা বাঁচিয়ে চলুন।

> ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন। ধূমপান এড়িয়ে চলুন।

> পা ভেজা অবস্থায় জুতা পরবেন না। এতে সংক্রমণের আশঙ্কা বাড়ে।

> প্রতি দু’মাস পর চিকিৎসকের কাছে যান।

আরএম-১২/১৫/১১ (স্বাস্থ্য ডেস্ক)