তারুণ্য ধরে রাখতে ঘরেই তৈরি করুন অ্যালোভেরা জেল

তারুণ্য ধরে

ঘর থেকে বাইরে বের হলেই ধুলাবালি ত্বকে জমে। ফলে ত্বক যেমন ময়লা হয়, তেমনি ত্বকে র‌্যাশও দেখা দিতে পারে। তবে ত্বকের যত্নে নামিদামি অনেক ক্রিম আমরা ব্যবহার করে থাকি।

তবে ত্বকের যে কোনো সমস্যায় ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেল তৈরি করতে পারেন ঘরেই।

ত্বকের যত্নে অ্যালোভেরা জেল খুব সহজেই তৈরি করা যায়। এই জেল ত্বকে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে রাতে ত্বকের প্রাকৃতিক যত্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে।

অ্যালোভেরা যে কোন ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন। এই জেল ত্বক আর্দ্র রাখে ও ক্ষয় পূরণ করে। অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বক সুরক্ষিত রাখা যায়।

আসুন জেনে নিই কীভাবে ব্যবহার করবেন এই জেল-

উপকরণ অ্যালোভেরা জেল এক টেবিল চামচ, ল্যাভেন্ডার তেল এক চা চামচ, প্রিমরোজ তেল চার ফোঁটা।

যেভাবে তৈরি করবেন

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে তা বায়ুরোধী কাচের পাত্রে সংরক্ষণ করুন। প্রতিদিন রাতে মুখ পরিষ্কার করে ঘুমানোর আগে এই জেল ব্যবহার করুন। ত্বকে তা ভালোভাবে প্রবেশ করানোর জন্য রোলার ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা জেলের উপকারিতা

১. জেল ত্বকের ক্ষয় পূরণের পাশাপাশি অতিরিক্ত তেল নিঃসরণ কমায়।

২. বাজারে যেসব ‘নাইট ক্রিম’ পাওয়া যায় তা রাসায়নিক দ্রব্য থাকে, যা ত্বকের জন্য ক্ষতিকর।

৩. প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই জেলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

আরএম-১৫/২৬/০২ (স্বাস্থ্য ডেস্ক)