অ্যান্টিবায়োটিকে করোনা নিরাময় হয়?

করোনাভাইরাসের ত্রাসে ভুগছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক তৈরিতে বিশ্বজুড়ে চলছে তোড়জোড়। এখন পর্যন্ত এর স্থায়ী চিকিৎসা আসেনি। আর বিশ্ব নেতারাও জানিয়েছে, ওষুধ তৈরির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসক ও গবেষকরা। কিন্তু এর মধ্যেই করোনার ওষুধ নিয়ে দেশ-বিদেশে রটেছে নানা মুখরোচক খবর।

কেউ কেউ দাবি করেছে, ম্যালেরিয়ার ওষুধ হাউড্রোক্সিক্লোরোকুইন যা ‘প্লাকেনল’ নামে পরিচিত ও অ্যাজিথ্রামাইসিনের সমন্বয়ে তৈরি বিশেষ ওষুধ সারাবে করোনা। এর সঙ্গে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কার্যকারিতা আরও বাড়িয়ে দিয়েছে। তবে এমনটি মানতে নারাজ বহু গবেষক ও চিকিৎসক।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে নয়, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারী। আর করোনাভাইরাস এক ধরনের ভাইরাস বিধায় এর চিকিৎসা বা প্রতিরোধে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা উচিত নয়। তবে কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, তিনি ব্যাকটেরিয়া থেকে সহ-সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক খেতে পারেন।