সকালের নাস্তা কিংবা বিকাল আড্ডা চা কফি ছাড়া যেন অসম্পূর্ণ। আর বাড়ির বাইরে চা কফি পান করতে প্রায়ই আমরা ব্যবহার করি কাগজের তৈরি কাপগুলো। এগুলো সহজেই মাটির সঙ্গে মিশে যায় অর্থাৎ ডিসপোজেবল এবং সস্তা হওয়ায় ব্যবহার বাড়ছে দিন দিন। তবে নিজেদের সতর্ক হতে হবে। কেননা এ থেকে বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি।
গবেষকদের মতে, কাগজ ও প্লাস্টিকের কাপে চা খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতি। কারণ হিসেবে তারা বলছেন, গরম চায়ের তাপমাত্রার কারণে সরাসরি মানুষে পেটে টুকছে হাজার হাজার প্লাস্টিকের কণা।
এক গবেষণায় জানা গেছে, কাগজের কাপ তৈরিতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার করা হয়। কাগজের কাপে গরম চা পড়ার পর সেই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এরপরই প্লাস্টিকের কণা চায়ে মিশতে শুরু করে। সম্প্রতি ভারতের আইআইটি খড়গপুরে হওয়া এক গবেষণা প্রতিবেদনে এমন আতঙ্কের তথ্য উঠে এসেছে।
এই গবেষণায় আরো বলা হয়, প্লাস্টিকের কাপে কেউ দিনে তিনবার চা পান করলে তার শরীরে ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা প্রবেশ করে।
তাদের মতে, কাগজের কাপে ১০ মিনিট গরম চা থাকলেই প্লাস্টিকের কণা মিশতে শুরু করে। আর ১৫ মিনিট ধরে এসব কাপে থাকা গরম চা কফিতে মিশে যায় ২৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা। গরম পানি কিংবা চা, কোনো কিছুই কাগজের কাপে খাওয়া উচিত নয়। তাই কাগজ কিংবা প্লাস্টিকের সস্তার এসব কাপে চা কফি পান করার অভ্যাস ত্যাগ করুন।
আর প্লাস্টিকের কণা শরীরের নানা ক্ষতি করে থাকে। পুরুষদের হতে পারে বন্ধ্যাত্ব। এমনকি নারীদের নানা রোগের কারণ হতে পারে প্লাস্টিকের কণা।
আরএম-২৬/১৫/১১ (স্বাস্থ্য ডেস্ক)