জ্বর-ঠোসা: ঘরোয়া উপায়ে প্রতিকার

জ্বর

জ্বর হলে বা দেহে কোনো সংক্রমণ হলে ঠোঁটের কোণে ছোট্ট ফুসকুড়ি ওঠে, কখনো ঠোঁটের কোণ ফেটে যায় ও লাল দেখায়। প্রচণ্ড ব্যথা করে ও অস্বস্তি হয়। চলতি কথায়, এ অবস্থাকে আমরা বলি জ্বর-ঠোসা। সমস্যাটা জটিল না হলেও বেশ পীড়াদায়ক। একে চিকিৎসকেরা ফিভার ব্লিস্টার বা কোল্ড সোর বলেন। ঘরোয়া উপায়েই এটি কমানো সম্ভব।

যা করতে হবে:

– সুতির কাপড় নারিকেল তেলে ভিজিয়ে আপনার ক্ষতস্থানে হালকা চেপে চেপে লাগান। প্রত্যেক ঘণ্টায় এটি ব্যবহার করুন।

– অ্যাপ্‌ল সিডার ভিনিগার আছে বাড়িতে? তা হলে নরম কাপড় এই ভিনিগারে ভিজিয়ে ঠোঁটের ঘায়ে লাগান। অল্প সময়েই প্রদাহ অনেক কমে যাবে।

– ক্ষতের উপর মধুও লাগাতে পারেন। তাতেও প্রদাহ কমবে। দিনে অন্তত দুই বার ব্যবহার করতে হবে মধু।

– কটন বাট দুধে ভিজিয়ে ঘাঁয়ের ওপরে লাগিয়ে কিছু সময় অপেক্ষা করুন। দুই ঘণ্টা পরপর ব্যবহার করুন।

– আরও সহজে এটি কমানো যায়। বাড়িতে রসুন থাকলে, তা বেটে নিন। এবার এই বাটা রসুন এটির উপর দিনের মাথায় দুই-তিন বার লাগান। প্রদাহ কমবে।

ঘরোয়া উপায়ে সমাধান না হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে হবে।