করোনার নতুন ধরন, সতর্কবার্তা চিকিৎসকদের

করোনাভাইরাসের ডেলটা ও ওমিক্রনের ভয়াবহতা সামলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ যখন নিম্নমুখী সংক্রমণে স্বস্তির দিন পার করছে, তখন শঙ্কার বার্তা দিচ্ছে নতুন ধরন ‘এক্সই’।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে এ নতুন ধরনের অস্তিত্ব মিলেছে। এ নিয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৭১তম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি ভারতে প্রথম শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ‘এক্সই’। মুম্বাইয়ের একজনের শরীরে এটির উপস্থিতি পাওয়া গেছে। করোনাভাইরাসের এই এক্সই রূপটি ওমিক্রনের বিএ ২ উপ-প্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক।

প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ওমিক্রন রূপের বিএ ১ এবং বিএ ২ উপপ্রজাতির সংমিশ্রণ বা রিকম্বিন্যান্ট মিউটেশনের ফলেই পরিব্যক্ত এক্সই ধরনটি সৃষ্টি হয়েছে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ক্রমেই অবনতির দিকে যাচ্ছে চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী সাংহাইয়ের করোনা পরিস্থিতি। লকডাউন দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। হংকং তাইওয়ানের অবস্থা তেমন ভালো না। চিকিৎসক হিসেবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

এসএইচ-৩৪/০৮/২২ (স্বাস্থ্য ডেস্ক)