চাঁদের উল্টো পিঠে মানুষ পাঠাচ্ছে চীন

চীন এবার চাঁদের উল্টো পিঠে মানুষ পাঠাচ্ছে। সেখানের মাটি, বরফের পুরু স্তর ইত্যাদি সম্পর্কে জানতেই এই অভিযান।

শীঘ্রই চীনা ল্যান্ডার ‘শাঙ্গে-৪’-এ করে মহাকাশে যাবেন গবেষকেরা। এর সঙ্গে যাবে একটি রোভারও।

চাঁদের যে দিকটি আমরা দেখতে পাই না, সেদিকের একটি কক্ষপথে ঘুরছে একটি চীনা উপগ্রহ। যার নাম- ‘শেকিয়াও’। কক্ষপথ থেকে এই উপগ্রহই নজর রাখবে ‘শাঙ্গে-৪’র ওপর।

চীনের ‘ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’র (সিএনএসএ) গ্রাউন্ড স্টেশন আর ‘শাঙ্গে-৪’র মধ্যে বার্তা বিনিময় করবে।

উপগ্রহটির নাম রাখা হয়েছে চীনা দেবী ‘শেকিয়াও’র নামে।

এসএইচ-১৮/০২/১২ (আন্তর্জাতিক ডেস্ক)