অল্পের জন্য রক্ষা পেলেন ইভাঙ্কা

ভাগ্যের জোরেই রক্ষা পেলেন ইভাঙ্কা ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস৷ ট্রাম্পকন্যার সফরের কয়েকঘণ্টা আগেই বিস্ফোরণে কেঁপে উঠল মেক্সিকোয় অবস্থিত মার্কিন দূতাবাস৷

রোববার সকালে মেক্সিকোর গুয়াডালাজারা শহরের মার্কিন দূতাবাসের সামনে গ্রেনেড হামলা চালায় একজন আততায়ী৷ বিস্ফোরণে তীব্রতায় ভেঙে পড়ে দূতাবাসের সামনের দেওয়াল৷ তবে কেউ হতাহত হননি৷ কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷

মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা৷ কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা৷

জানা গেছে, হামলাকারীর ছবি ধরা পড়েছে দূতাবাসের গোপন ক্যামেরায়৷ সেই সূত্র ধরেই তার খোঁজে শুরু করেছে পুলিশ৷ ঘটনার সঙ্গে মেক্সিকোর পাচারকারী সংগঠনগুলি যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷

সূত্রের খবর, মার্কিন দূতাবাসের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে আততায়ীর ছবি৷ দেখা গেছে যে, এক ব্যক্তি বাইরে থেকে দূতাবাসের দিকে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়৷ আর তাতেই বিস্ফোরণ ঘটে৷ ক্যামেরায় ধরা পড়া ছবির সূত্র ধরেই ওই ব্যক্তির খোঁজে নেমেছে পুলিশ৷

এসএইচ-২২/০২/১২ (আন্তর্জাতিক ডেস্ক)