ইমরানের মুখে বাজপেয়ীর প্রশংসা

ক্ষমতায় আসার পর থেকেই কাশ্মীর সমস্যা সমাধানে তিনি অনেক আন্তরিক৷ বারবার সেই কথা বুঝিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ কিন্তু সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করেছে বিজেপি সরকার৷ সম্প্রতি সার্ক সম্মেলনও বয়কট করেছে৷ এই অবস্থায় মোদীকে তাঁর পূর্বসূরি বাজপেয়ীর কথা মনে করিয়ে কূটনৈতিক চাল দিলেন ইমরান খান৷

কাশ্মীর সমস্যা সমাধানে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দুই দেশ ৷ কিন্তু ২০০৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ায় ফের সবকিছু আগের অবস্থায় ফিরে আসে৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে এই স্বীকারোক্তি করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী৷ এমনই চাঞ্চল্যকর দাবি ইমরান খানের৷ পাশাপাশি তিনি জানান, একমাত্র আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব৷

কাশ্মীর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বাজপেয়ীর কথা স্মরণ করেন ইমরান৷ তিনি দাবি করেন, বাজপেয়ী তাঁকে বলেছিলেন ২০০৪ সালে বিজেপি না হারলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যেত৷ বাজপেয়ী যখন একথা বলেন তখন উপস্থিত ছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী নটবর সিং৷ প্রয়াত প্রধানমন্ত্রীর কথার সূত্র ধরে ইমরান জানান, এতেই বোঝা যাচ্ছে চাইলে কাশ্মীর সমস্যার সমাধান বের করা সম্ভব৷ আর সেই সময় দুই দেশই সমাধানসূত্রের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল৷

ভারত-পাক সম্পর্ক এখন এমনিতেই তলানিতে৷ সমস্ত কূটনৈতিক আলোচনা বন্ধ৷ তার উপর সার্ক সম্মলেনও ফের বয়কট করতে চলেছে ভারত৷ এই অবস্থায় ইমরানের মন্তব্য, আলোচনার দরজা খোলা রাখতে হবে৷ কেননা আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব৷ তবে ইমরানের একটি বক্তব্য থেকে জল্পনা ছড়ায়৷

তিনি জানান, আলোচনা ছাড়া আরও ‘অপশন’ আছে৷ তবে সেই অপশনগুলি কী কী তা জানাতে চাননি৷ শুধু বলেন, ‘‘এখনও সময় আসেনি সেটা নিয়ে কথা বলার৷’’ তবে ভারতের সঙ্গে কোনও যুদ্ধে পাকিস্তানকে জড়াতে চান না ইমরান৷ জানান, দুটি দেশই নিউক্লিয়ার শক্তিধর দেশ৷ তাই যুদ্ধের মাধ্যমে কোনও ফলাফল বের হবে না৷

এসএইচ-২২/০৪/১২ (আন্তর্জাতিক ডেস্ক)