শিব মন্দিরে মুসল্লিদের জুমার নামাজ আদায়

সম্প্রতি একটি নজির স্থাপন করেছে উত্তর বুলন্দ শহরের হিন্দুরা। মুসলমানদের জুমার নামাজ আদায়ের জন্য শিবমন্দিরের চত্বর খুলে দেয় জৈনপুরবাসী। সেখানে নামাজ আদায় করেছেন প্রায় ১০০ মুসল্লি।

সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। ভারতের সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল এ খবর প্রকাশ করেছে।

ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে তারা জ্যামে আটকে যান। এদিকে জুমার নামজের সময় হয়ে যায়। সেখানেই নামাজ আদায়ের জন্য উপযুক্ত জায়গা খুজতে থাকেন তারা।

ওই মুসল্লিদের অবস্থা উপলব্ধি করে এগিয়ে আসেন স্থানীয়রা। তারা একটি শিবমন্দিরের দরজা খুলে দেন। সেটিকে নামাজ পড়ার জন্য প্রস্তুত করতেও সাহায্য করেন তারা। পরে মুসল্লিদের মাঝে মিষ্টি ও পানি বিতরণ করা হয়।

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, কে কোন ধর্মের তা বিষয় নয়। সবারই নিজ নিজ ধর্মপালনের স্বাধীনতা আছে। মুসলিমরা আমাদের ভাই। তাদের সাহায্য করতে পেরে ভালো লাগছে।

এসএইচ-১৫/০৫/১২ (অান্তর্জাতিক ডেস্ক)