মালালা হার্ভাডের সম্মাননা পেলেন

নোবেলজয়ী মালালা ইউসুফজাই বৃহহস্পতিবার হার্ভাড বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেয়েছেন নারী শিক্ষার প্রচারে কাজ করার জন্য। হার্ভাডের কেনেডি স্কুল থেকে গ্লিটসম্যান পুরস্কার গ্রহণ করেছেন তিনি।

এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ২৫ হাজার ডলার।

গ্লিটসম্যান পুরস্কারের জন্য ২১ বছর বয়সী মালালাকে বেছে নেয়ার কারণ হিসেবে হার্ভাড জানায়, মালালার গল্প বিশ্বের অন্যান্য ছেলে-মেয়ের উৎসাহিত করেছে।

সব শিশু যাতে নির্বিঘ্ন স্কুল যেতে পারে সে বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করায় বৈশ্বিকভাবে আলোচিত হন মালালা।

২০১৪ সালে মালালা সর্বকনিষ্ঠ হিসেবে শান্তিতে নোবেল লাভ করেন।

কিশোরী বয়সে মালালা তালেবানদের হামলার লক্ষবস্তু হয়েছিলেন। পরে তিনি মালালা ফান্ড নামে একটি অলাভজনক সংস্থা গড়ে তোলেন। বর্তমানে মালালা ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছেন।

এসএইচ-১৭/০৮/১২ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র: টাইম সাময়িকী)