পাকিস্তানকে আরও ১ বিলিয়ন ডলার দিল সৌদি

অর্থ সঙ্কটে ভুগতে থাকা পাকিস্তান শুক্রবার সৌদি আরবের কাছ থেকে আরও ১০০ কোটি ডলার ঋণ সহায়তা পেয়েছে।

রিজার্ভ ডলারের সঙ্কটে জর্জরিত পাকিস্তান এই নিয়ে দ্বিতীয়বার দেশটির কাছ থেকে অর্থ সহায়তা পেল।

এই সহায়তার ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯৪০ কোটি ডলারে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের মুখপাত্র আবিদ কামার।

তিনি বলেন, সৌদি আরব আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানকে আরও আর্থিক সহায়তা প্রদান করবে, বলা হয় দেশটির ডন পত্রিকার খবরে।

গত অক্টোবর মাসে সৌদি আরব পাকিস্তানে বিদেশি মুদ্রার সঙ্কট কাটাতে এক বছরের জন্য ৩০০ কোটি মার্কিন ডলার দিতে সম্মত হয়।

২৩ অক্টোবর প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবে সফর করার সময় জানান, তেলসমৃদ্ধ দেশটি পাকিস্তানের দুর্বল অর্থনীতিকে সহায়তা করতে ৬০০ কোটি মার্কিন ডলার দেবে।

এই সহায়তা প্যাকেজের আওতায় পাকিস্তানকে ৩০০ কোটি ডলার দেয়া হবে। একইসঙ্গে সৌদি থেকে আমদানি করা ৩০০ কোটি ডলার সমপরিমাণের তেলের মূল্য তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে না পাকিস্তানকে।

প্রথমবার পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে ১০০ কোটি মার্কিন ডলার পায় গত ৯ নভেম্বর।

এসএইচ-২৫/১৫/১২ (আন্তর্জাতিক ডেস্ক)