ব্রিটেনে পাতাল রেলচালকদের বেতন লক্ষাধিক পাউন্ড!

ব্রিটেনে কোনো কোনো পাতাল রেলচালক বছরে লক্ষাধিক পাউন্ড বেতন পাচ্ছেন। কারণ তাদের চাহিদা বাড়ছে। লন্ডনে একজন পাতাল রেলচালক বছরে সর্বোচ্চ আয় করছে ১ লাখ ৩ হাজার ৩৭৪ পাউন্ড।

২০১২ সাল থেকে এ পেশার লোকজনের আয় ধারাবাহিকভাবে বাড়ছে। ৯ জন পাতাল রেলচালক বছরে লক্ষাধিক বেতন পাচ্ছেন। নার্সরা যা আয় করেন পাতাল রেলচালকরা তারচেয়ে দ্বিগুণ আয় করছেন। এক সমীক্ষায় উঠে এসেছে এসব তথ্য। মেট্রো.সিও.ইউকে

এমনকি বেশিরভাগ এয়ারলাইন্সের বৈমানিকের চেয়ে ব্রিটেনের পাতাল রেলচালকরা বেশি পাচ্ছেন। পাতাল রেলচালকদের বেসিক বেতন বছরে ৫৫ হাজার পাউন্ড। মেট্রোপলিটন পুলিশ কনস্টেবলের প্রারম্ভিক বেতন বছরে ২২ হাজার ৩৪৪ পাউন্ড।

রেলচালকরা ফ্রি ট্রাভেল পাস পান যার অর্থমূল্য ৩ হাজার ৫৪৮ পাউন্ড। সাড়ে ৮ সপ্তাহের ছুটি এবং ৬০ বছরে পুরো পেনশনও পান। ৯’শ পার্ট-টাইম পাতাল রেলচালকরা ৬০ হাজার পাউন্ড বেতন পাচ্ছেন।

এরপরও সেন্ট্রাল লাইন এবং বেকারলু লাইন’এর রেলচালকরা অভিযোগ করেন প্রায়শ: তাদের সঙ্গে কর্তৃপক্ষ মন্দ আচরণ করেন। চাহিদা অনুযায়ী রেলচালক নিয়োগ দিতে চান না। ফলে প্রচ- পেশাগত কাজের চাপে থাকেন তারা।

রেলচালকদের এধরনের বেতন অগ্রহণযোগ্য ও অনেক বেশি বলে বলছে বিভিন্ন গোষ্ঠী। এছাড়া অনেক সময় ড্রাগ টেস্টে কোনো রেলচালককে চাকরি থেকে সরিয়ে দেয়া হলে ধর্মঘটও ডাকেন তারা। ব্রিটেনের করদাতারা যোগাযোগখাতে বছরে কর দেন ২’শ কোটি পাউন্ড। এসব বিষয় মাথায় রাখার কথা বলছেন অনেকে।

এসএইচ-১৫/১৭/১২ (আন্তর্জাতিক ডেস্ক)