সৌদিতে একসঙ্গে নাচলেন নারী-পুরুষ (ভিডিও)

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে সেদেশে সামাজিক পরিবর্তন শুরু হয়েছে। নানান কঠোর আইনের সংস্কার ছাড়াও নারীদের দেওয়া হয়েছে নানান সুযোগ-সুবিধা।

এর মধ্যে নারীদের গাড়ি চালানোর অনুমতিসহ বেশ কিছু আইন ছিলো চোখে পড়ার মতো।

এমতাবস্থায় সৌদিতে প্রথমবারের মতো কোনো মিউজিক কনসার্টে একসঙ্গে নাচলেন পুরুষ ও নারীরা। সম্প্রতি ফরাসি ডিস্কো জকি ডেভিড গুয়েত্তার একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে।

সৌদির ছেলে-মেয়েদের একসঙ্গে নাচের বিরল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িলে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। তবে বিধি-নিষেধের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসার জন্য অগণিত মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তাদের।

তবে সেখানকার অনেক ধর্মীয় নেতারা এর কড়া সমালোচনা করেছেন।

এসএইচ-১৮/০৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)