পাকিস্তানের উন্নতি চেয়ে হিন্দুদের ‘বিশেষ পূজা’

পাকিস্তানের নিরাপত্তা, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে শুক্রবার করাচি শহরের হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশেষ পূজা উদযাপন করেছেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক এ খবর দিয়েছে।

‘পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্যাতনের শিকার হন’ -এমন ধারণাকে ভারতের অপপ্রচার বলেও পূজায় অংশগ্রহণকারীরা মন্তব্য করেন।

তারা বলেন, আমরা এখানে দৈনন্দিন জীবনের মৌলিক সুযোগ-সুবিধা উপভোগ করছি, এর পাশাপাশি আমাদের জীবন ও সম্পদের নিরাপত্তা পাচ্ছি; আমরা সুখে-শান্তি পাকিস্তানে জীবনযাপন করছি।

করাচিতে প্রতিবছর নববর্ষ উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। তারই সঙ্গে এবার তারা বিশেষ পূজা উদযান করেছেন। ২০১৯ সালে পাকিস্তানের শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে এবার হিন্দু সম্প্রদায় যে পূজা উদযাপন করেন তার নাম ছিল সত্য ‘নারায়ণ পূজা’।

ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকারের প্রতি হিন্দু সম্প্রদায়ের আস্থার কথা জানিয়ে তারা বলেছেন, এই সরকারের কাছে আমাদের সর্বোচ্চ আশা রয়েছে যে, সরকার আমাদের জন্য ভালো কিছু করবে।

এসএইচ-২০/১৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন)