জাপান সফরে যাচ্ছেন পুতিন

চলতি বছরের জুনের দিকে জাপান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী এখন রাশিয়া সফরে রয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর মস্কোতে তিনি সাংবাদিকদের কাছে পুতিনের সম্ভাব্য সফরের কথা জানিয়েছেন।

এদিকে, রাশিয়ার সাথে ট্রাম্পের যোগাযোগ নিয়ে ফের উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুতিনের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বৈঠকের কোনো তথ্যই প্রকাশ্যে আসেনি।

মার্কিন কর্মকর্তাদের কাছে সেই সংক্রান্ত কোনো রিপোর্টও নেই। তাদের একান্ত আলাপচারিতার কথা কেন গোপন করা হচ্ছে- তা নিয়েই প্রশ্ন তুলেছে মার্কিন সংবাদমাধ্যম।

এসএইচ-২৬/১৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)