কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ২১

কলম্বিয়ার রাজধানী বোগোতায় একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৪ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে।

বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলীয় শহরের একটি পুলিশ ক্যাডেট স্কুলের বাইরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। যে গাড়ি থেকে বিস্ফোরণ চালানো হয়েছে তার চালকের পরিচয় জানা গেছে। ওই চালকের নাম জোসে আলদেমার রোজাস রোদ্রিগেজ, বয়স ৫৭ বছর। বিস্ফোরণে ওই চালকও নিহত হয়েছেন।

জানা যায়, ঘটনার সময় বিস্ফোরক বোঝাই গাড়িটি একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করার পর নিরাপত্তারক্ষীরা গাড়িটিকে থামাতে গেলে সেটি দ্রুতগতিতে এগিয়ে গিয়ে দেয়ালে ধাক্কা মেরে বিস্ফোরিত হয়।

নিহতরা পুলিশ না সাধারণ মানুষ তা জানা যায়নি। এখন পর্যন্ত এই হামলার দায় কোনও সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। কলম্বিয়ার ইতিহাসে নিরাপত্তা বাহিনীর ওপর এটি সবচেয়ে বড় হামলা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, বোমা হামলায় কমপক্ষে ৫৪ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এসএইচ-৩১/১৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)