ভাষণে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মোদি

সংসদে দীর্ঘক্ষণ বক্তব্য পেশ করলেন ভারতের নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তার দেওয়া এই বক্তব্যই সব থেকে বেশিসময়ের ভাষণ বলে মনে করা হচ্ছে।

এর আগে গত বছর রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের উপর বিতর্কের জবাবে মোদি ১ ঘণ্টা ৩১ মিনিট বলেছিলেন। ২০১৭ সালে ১ ঘণ্টা ৩০ মিনিট এবং ২০১৬ সালে ১ ঘণ্টারও বেশি ভাষণ দিয়েছিলেন তিনি।

আর এ বছর সেই সময়কে টপকে ১ ঘণ্টা ৪০মিনিট ভাষণ দিলেন মোদি। এর আগে দীর্ঘক্ষণ ভাষণ দিয়েছেন যারা, একনজরে সেই তালিকা-

অটল বিহারী বাজপেয়ী- ১৯৯৬ সালের ২৭ মে সংসদে ১ ঘণ্টা ৩০ মিনিট ভাষণ দিয়েছিলেন। সুষমা স্বরাজ- পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২০১৭ সালের ৩ আগস্ট পাকিস্তান, চিন এবং আমেরিকাকে ভারত সম্পর্কে ৫০ মিনিটের ভাষণ দিয়েছিলেন। ২০০৩ সালের ১৯ আগস্ট অনাস্থা প্রস্তাবের সময় তিনি ১ ঘণ্টা ৪৫ মিনিট বলেন।

গুলাম নবি আজাদ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের উপর তিনি ১ ঘণ্টা বেশি বক্তব্য পেশ করেন। অমিত শাহ- রাজ্যসভার সদস্য হওয়ার পর প্রথম ভাষণে তিনি ১ ঘণ্টা ২০ মিনিট সময় নিয়েছিলেন।

মল্লিকার্জুন খাড়গে ২০১৫ সালের ২৬ নভেম্বর সংবিধান দিবসের দিন এই কংগ্রেস নেতা সংসদে ৪০ মিনিটের বেশি বক্তব্য পেশ করেন।

এসএইচ-১৮/০৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)