বোনের ওপর চটেছেন থাইল্যান্ডের রাজা

থাইল্যান্ডে আগামী মার্চে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদে বোনের লড়াই করার ঘোষণাকে ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন রাজা ভাজিরালংকর্ন। এ নিয়ে বোনের ওপর চটেছেন তিনি।

প্রাসাদের এক বিবৃতিতে রাজা জানান, রাজ বংশীয় হয়েও তার বোন নির্বাচনে অংশ নিলে তা ‘জাতীয় সংস্কৃতিকে অবজ্ঞা করা হবে।’

ভাজিরালংকর্নের বোন প্রিন্সেস উবলরতনা মাহিদল (৬৭) প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার জোট থেকে বেরিয়ে যাওয়া একটি দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

থাইল্যান্ডের রাজকীয় পরিবারের সবসময়ই রাজনীতি থেকে দূরে থাকার সংস্কৃতি রয়েছে। উবলরতনা রাজনীতিতে এলে সেই ধারার লঙ্ঘন হবে।

আগামী ২৪ মার্চ থাইল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকরা জানিয়েছেন, রাজা ভাজিরালংকর্নের হস্তক্ষেপে নির্বাচন কমিশন উবলরতনার প্রার্থিতা বাতিল করতে পারে।

গত পাঁচ বছর ধরে সামরিক শাসনের অধীনে রয়েছে থাইল্যান্ড। ২৪ মার্চের নির্বাচনকে দেশটির জন্য গণতন্ত্রে ফেরার সুবর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এসএইচ-১৬/০৯/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : বিবিসি)