সৌদি যুবরাজের রহস্যময় পাঁচ ট্রাক পাকিস্তানে

চলতি সপ্তাহে পাকিস্তান সফর করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার এ সফর উপলক্ষে যুবরাজের ব্যক্তিগত সরঞ্জামবাহী পাঁচটি ট্রাক ইসলামাবাদে পৌঁছেছে। যুবরাজের এই সফরে দুই দেশের কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নিরাপত্তাজনিত কারণে যুবরাজের সফরের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সৌদি যুবরাজ দুই দিনের সফরে পাকিস্তান আসছেন।

পাঁচটি ট্র্রাকে যুবরাজের ব্যায়ামের সরঞ্জাম, আসবাবপত্র-সহ অন্যান্য ব্যক্তিগত জিনিসবহনকারী রয়েছে। তবে ব্যক্তিগত সরঞ্জাম ছাড়াও আর কি এসব ট্রাকে সেবিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি কর্মকর্তারা।

একই সঙ্গে যুবরাজের ব্যক্তিগত নিরাপত্তা দল ও সৌদি গণমাধ্যমের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছেছেন। সৌদি আরবের যুবরাজের এটাই পাকিস্তানে প্রথম সফর।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছাড়াও দেশটির অন্যান্য শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুবরাজ বিন সালমান।

এসএইচ-১৪/১২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)