নির্বাচনে অযোগ্য হয়ে দুঃখ প্রকাশ রাজকুমারীর

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অযোগ্য ঘোষিত হওয়ার পর মঙ্গলবার ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের রাজকুমারী উবোলরাতানা রাজাকানিয়া সিরিভাধানা বারনাভাদি।

তিনি দেশটির বর্তমান রাজার বোন। এই সপ্তাহে তাকে প্রধানমন্ত্রী নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন দেশটির নির্বাচন কমিশন। তার নাম প্রধানমন্ত্রী প্রার্থীদের তালিকা থেকে বাদ পড়েছে।

থাইল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের রাজনীতি থেকে রাজপরিবারের সদস্যদের দূরে থাকা উচিত।

এর আগে থাই রাজা মহা ভাজিরালংকর্নও প্রধানমন্ত্রী নির্বাচনে তার বোনের প্রার্থিতা ঘোষণাকে ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা দিয়েছিলেন।

মঙ্গলবার ইনস্টাগ্রামে থাই রাজকুমারী লিখেছেন, আমি দুঃখিত, আমার মূল লক্ষ্য ছিল দেশ ও থাই নাগরিকদের জন্য কাজ করা। কিন্তু আমার এ ঘোষণা এমন সমস্যা সৃষ্টি করেছে যা এই সময়ে হওয়ার কথা ছিল না।

এসএইচ-১৬/১৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র: এনডিটিভি)