স্বর্ণের খনি ধসে ৬০ শ্রমিকের মৃত্যু

জিম্বাবুয়ের রাজধানী হারারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্যাটেলফিল্ড এলাকায় দুটি নতুন স্বর্ণ খনি প্লাবিত হওয়ার পর ধসে পড়েছে। ধসে পড়ার সময় ওই দুটি খনিতে প্রায় কমপক্ষে ৬০ জন শ্রমিক কাজ করছিলেন।

ধারণা করা হচ্ছে, সেখানে থাকা ওই শ্রমিকরা সবাই নিহত হয়েছেন। জিম্বাবুয়ে সরকারের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

দুর্ঘটনার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী জুলাই মায়ো বলেন, ৬০ থেকে ৭০ জন খনি শ্রমিক ওই দুইটি খনিতে কাজ করছিল। খনিগুলো থেকে পানি বের করার জন্য প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে ।

সরকারের খনি প্রকৌশলী মাকেল মুন্ডোদাওয়াফা সংবাদসংস্থা এফপিকে বলেন, মঙ্গলবার রাত এবং বুধবার সকালের মধ্যে ঘটা এ ঘটনার পর সেখান থেকে কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা খুবই কম।

এদিকে জিম্বাবুয়ে সরকার আটকে পড়া শ্রমিকদের উদ্ধার এবং তাদের পরিবারদের সহায়তা দেয়ার জন্য ২ লাখ ডলারের সাহায্যের আবেদন জানিয়েছে।

এসএইচ-২৪/১৬/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)