নোবেল পাবেন না বলে আক্ষেপ ট্রাম্পের !

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা ও সিরিয়ার ইদলিবের বাসিন্দাদের হতাহত থেকে রক্ষার জন্য নোবেল পুরস্কারের দাবি রাখেন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই সঙ্গে তিনি আরো অভিযোগ করেন, সম্ভবত এই সম্মান তিনি কখনোই পাবেন না। ইয়ন, ইউরো নিউজ

শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এই সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পুরস্কার জয় নিয়ে আক্ষেপ ও কটাক্ষ করেন ট্রাম্প। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মাথায়ই শান্তিকে নোবেল পান বারাক ওবামা। ট্রাম্প বলেন, ‘তারা ওবামাকে নোবেল দিয়েছে। যদিও তিনি জানেন না তিনি কেন এই সম্মাননা পেয়েছেন।’

এই সময় ট্রাম্প বলেন, সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত ইদলিবের ৩০ লাখ বাসিন্দাকে হত্যার শিকার হওয়া থেকে রক্ষা করেছেন তিনি। সতর্ক করেছেন রাশিয়া, ইরান ও সিরিয় সরকারকে। ট্রাম্প অভিযোগ করেন, ‘কেউই এটি নিয়ে কথা বলছে না, সম্ভবত আমি কখনোই নোবেল পাব না।’

ট্রাম্প দাবি করেন, জাপানের প্রেসিডেন্ট শিনজো অ্যাবে আমাকে পাঁচ পৃষ্ঠার একটি সুন্দর চিঠি দিয়েছেন। ওই চিঠিতে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা হ্রাস ও আলোচনা শুরু করার জন্য আমাকে নোবেল পুরস্কারের মনোনায়ন দিয়েছেন তিনি।

জানেন, কেন? কারণ সে (উত্তর কোরিয়া নেতা কিম জং উন) জাপানের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছিলো। এখন তারা নিরাপদ। কিন্তু ওবামা প্রশাসন কখনোই এটি করতে পারত না। ট্রাম্প আরো বলেন, ‘অনেকেই আমার মতোই মনে করে থাকেন, আমি কখনোই নোবেল পাব না। যাই হোক, ঠিক আছে।’

এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতার জন্য নোবেল পুরস্কারের দাবি রাখেন ট্রাম্প। আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের হ্যানয়তে ট্রাম্প-কিম দ্বিতীয় সম্বেলন অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের জুনে ফেব্রুয়ারিতে প্রথম বৈঠক করেছিলেন ট্রাম্প-কিম।

এসএইচ-২৯/১৬/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)