হাতে লেখা প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি দেখতে দর্শকদের ভিড়

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে হাতে লেখা সবচেয়ে প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি দেখতে ভিড় করছেন দর্শকরা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পাণ্ডুলিপি দেখতে আসছেন। চীনের কুইংহাই প্রদেশের হাইদংয়ে এটা জনসাধারণের সামনে প্রদর্শনের জন্য রাখা হয়।

এই পাণ্ডুলিপি ৮৬৭ পৃষ্ঠার এবং এতে ১৫টি ভাগ রয়েছে।

এটা এগারো থেকে তেরো শতকের মাঝামাঝি কোনো সময়ে লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ওজন ১২ দশমিক ৭৯ কেজি।

সবচেয়ে প্রাচীন কুরআনের এ পাণ্ডুলিপি প্রদর্শনীর আয়োজন করেছে দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। তারা জানিয়েছে, এটা হাজার বছরের পুরনো হলেও এর অক্ষর এখনও বেশ উজ্জ্বল।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, ২৩ জানুয়ারি প্রদর্শনীটি শুরু হয়। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের মানুষরাও এটা দেখতে আসছেন বলে জানিয়েছে প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্টরা।

এসএইচ-২৬/১৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)