কিমের সৎ ভাইকে হত্যার অভিযোগ থেকে মুক্তি চায় ভিয়েতনামি নারী

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাইয়ের হত্যাকান্ডে অভিযুক্ত ভিয়েতনামী নারীকে মুক্তি দেয়া হবে কিনা বৃহস্পতিবার সে রায় দেয়া হবে। এই মামলা অভিযুক্ত ইন্দোনেশীয় নারীকে আকস্মিকভাবে ছেড়ে দেয়ার কয়েকদিন পর রায়টি ঘোষণা করা হচ্ছে।

বুলেটপ্রুফ পোশাক ও লাল রঙের হিজাব পরিহিতা দোয়ান থি হুয়োং শুনানির জন্য মালয়েশিয়ার আদালতে আসেন। দেড় বছর ধরে এই বিচারকাজ চলছে।

২০১৭ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে হত্যা করা হয়। ওই ঘটনায় থি ও ইন্দোনেশীয় নারী সিতি আইমিয়াহকে অভিযুক্ত করা হয়।

সোমবার সিতির বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়া হয়। তিনি মুক্ত হয়ে দেশে ফিরে গেছেন।

থি’র আইনজীবীরা এরপর তাদের মক্কেলের মুক্তির জন্য মালয়েশীয় সরকারের প্রতি আবেদন করেছে।

দোষী সাব্যস্ত হয়ে তাকে মৃত্যুদন্ড প্রদান করা হতে পারে।

এই ঘটনায় অভিযুক্ত দুই নারী বরাবরই হত্যার অভিযোগ অস্বীকার করে আসছেন।

এসএইচ-২৬/১৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)