আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ৩১ তালেবান নিহত

আফগানিস্তানে তালেবানবিরোধী এক সামরিক অভিযানে অন্তত ৩১ তালেবান সদস্য নিহত হয়েছেন। সামরিক বাহিনীর ২৪ ঘণ্টার অভিযানে এসময় আরো অনেকে আহত হয়েছেন।

বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। তবে এখন পর্যন্ত সরকারি বাহিনীর অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান।

দেশটির উত্তর কুন্দুজপ্রদেশের খানাবাদ জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালালে আট তালেবান নিহত ও তিনজন আহত হন বলে জানান জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি।

সারাদিন পশ্চিম ফারাহপ্রদেশে এই অভিযানে গ্রুপ কমান্ডার মোল্লা হেলালসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

এ ছাড়া দেশটির সামরিক বাহিনীর অভিযানে দক্ষিণ কান্দাহারপ্রদেশে আরো সাত জঙ্গি নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র সাদিক এইসা।

এ অভিযানে দক্ষিণ হেলমান্দপ্রদেশের নহর-ই-সারজ জেলায় স্থল ও বিমান হামলায় ১১ জন জঙ্গি নিহত, চারজন আহত হয়েছেন।

এসএইচ-৩০/১৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)