কানাডার পার্লামেন্ট হাউসে বসে কোনও কিছু খাওয়া নিষেধ। তবে তা মানেননি দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। লুকিয়ে চকলেটে কামড় বসিয়েছিলেন তিনি।
ভেবেছিলেন, হয়তো কারও চোখে পড়বে না। কিন্তু কপাল খারাপ! ধরা পড়ে যান তিনি। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাকে।
সম্প্রতি কানাডার পার্লামেন্টে ভোটাভুটির সময় ঘটে এ ঘটনা।
প্রধানমন্ত্রীকে লুকিয়ে খেতে দেখে স্পিকারের কাছে নালিশ জানান কনজার্ভেটিভ সাংসদ স্কট রিড।
এরপর ভরা পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে এ ঘটনার জন্য ক্ষমা চান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
স্পিকারের উদ্দেশ্য তিনি বলেন, ‘আসলে আমার কাছে একটা চকোলেট বার ছিল। তাতেই কামড় বসিয়েছি। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
এসএইচ-১৬/২৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)