মার্কিন হামলায় একই পরিবারের ১০ শিশু নিহত

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় একটি যৌথ পরিবারের ১০ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে বলে সোমবার জানিয়েছে জাতিসংঘ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, উত্তরের কুন্দুজে তালেবান ও যৌথ আফগানদের সঙ্গে মার্কিন বাহিনীর লড়াইয়ের সময় শনিবার ভোরে ওই বিমান হামলা চালানো হয়।

উত্তরের প্রদেশ কুন্দুজে শক্ত অবস্থানে থাকা তালেবানদের সঙ্গে প্রায় ৩০ ঘণ্টা যুদ্ধ চলে মার্কিনিদের।

ওই শিশুগুলো ও তাদের পরিবার যুদ্ধের কারণে দেশটির অন্য এলাকা থেকে উৎখাত হয়ে সেখানে গিয়েছিল বলে জানায় আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন বা ইউএনএএমএ।

এক প্রতিবেদনে ইউএনএএমএ নিশ্চিত করেছে, ওই ১৩ জন বেসামরিক লোকই বিমান হামলার সময় নিহত হয়েছেন।

কুন্দুজ শহরের কাছের তেলকা এলাকায় এই বিমান হামলায় আহত হয়েছে আরও তিনজন বেসামরিক লোক।

আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বে চলমান অভিযানের মুখপাত্র সার্জেন্ট ডেবরা রিচার্ডসন নিশ্চিত করেছেন যে, ওই বিমান হামলা মার্কিন বাহিনীই চালিয়েছিল।

তিনি বলেন, বেসামরিক ক্ষয়ক্ষতি বন্ধের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে। কিন্তু, তালেবানরা লুকিয়ে আছে বেসামরিক লোকেদের মধ্যে।

বিমান হামলা ও আত্মঘাতী হামলা বেড়ে যাওয়ায় আফগানিস্তানে গত বছর রেকর্ড সংখ্যক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, ফেব্রুয়ারি মাসে এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ।

২০১৪ সালের পর থেকে সেখানে বিমান হামলায় শিশুদের মৃত্যুর প্রতি বছরই আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

আফগানিস্তানে ১৭ বছর ধরে চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে সম্প্রতি দফায় দফায় আলোচনা হলেও যুদ্ধের তীব্রতা বেড়ে গেছে।

এসএইচ-৩১/২৬/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)