সৌদি আরবকে গোপনে পরমাণু প্রযুক্তি দিতে রিয়াদের সঙ্গে ছয়টি গোপন চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন জ্বালানি মন্ত্রী রিক পেরি। এসব চুক্তির আওতায় পরমাণু কর্মসূচিতে সৌদি আরবকে কৌশলগত সহায়তাও দিতে পারবে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এ সংক্রান্ত নথি দেখতে পেয়েছে।
সৌদি আরবে দুটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু করতে ট্রাম্প প্রশাসন পরমাণু প্রযুক্তি হস্তান্তরে রিয়াদের সঙ্গে চুক্তি করতে তোড়জোর শুরু করেছিল। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দুটি নির্মাণে সহযোগিতার দৌড়ে যুক্তরাষ্ট্র ছাড়াও দক্ষিণ কোরিয়া ও রাশিয়া যুক্ত ছিল। চলতি বছরের প্রথম দিকে বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করে সৌদি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, পেরির এই অনুমোদন পার্ট ৮১০ নামে পরিচিত। এতে অনুমোদন পাওয়া কোম্পানিগুলো পারমাণবিক প্রকল্পের প্রাথমিক কাজ করতে পারবে। তবে কোনো রকমের যন্ত্রপাতি পরমাণু স্থাপনায় তারা পাঠাতে পারবে না।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসন তাদের দলিলে লিখেছে, সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি সরবরাহ করার বিষয়ে যত কোম্পানি অনুমতি পেয়েছে তাদের প্রত্যেকেই বিষয়টি গোপন রাখার অনুরোধ জানিয়েছে ট্রাম্প প্রশাসনকে।
অনেক মার্কিন আইন প্রণেতাই সৌদি আরবের কাছে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের বিরোধী। গত বছর মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান যদি পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ঘটায় তাহলে সৌদি আরবও পারমাণবিক অস্ত্র তৈরি করবে।
এসএইচ-২৫/২৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)