সৌদি রাজপুত্রের মাদক মামলায় কারাদণ্ড

সৌদি আরবের রাজপুত্র আবদুল মুহসিন বিন ওয়ালিদ বিন আবদুল মুহসিন বিন আবদুল আজিজকে কারাদণ্ড দিয়েছে লেবাননের অপরাধ আদালত।

মাদক পাচার মামলায় ওই রাজপুত্র ও তার সহযোগীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড।

সেই সাথে এক কোটি লেবানন পাউন্ডও জরিমানা করা হয়েছে।

রাজপুত্রের ব্যক্তিগত বিমান থেকে ২০১৫ সালে প্রায় দুই টন মাদক উদ্ধার করা হয়েছিল।

দীর্ঘদিন শুনানির পর এ মামলার রায় দিয়েছে দেশটির অপরাধ আদালত।

এসএইচ-২০/৩০/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)