তুরস্কের মুশ শহরে নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। টানা ১৫ দিন ধরে সেখানে জরুরি অবস্থা জারি থাকবে।
গত রোববার অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচনে মুশ শহরে মেয়র পদে অল্প ভোটের ব্যবধানে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি’র প্রার্থী জয়লাভ করার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মুশ শহরে একেপি’র প্রার্থী ৩৪.৮৩ শতাংশ ভোট পেয়েছে। অপর দিকে বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপি’র প্রার্থী পেয়েছে ৩৩.৪৯ শতাংশ ভোট। সিএইচপি ওই ফলাফল প্রত্যাখ্যান করে বলেছে, আড়াই হাজার ভোট নষ্ট করা হয়েছে।
এ পরিস্থিতিতে প্রশাসন ওই শহরে ১৫ দিনের জন্য সব ধরণের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করেছে। এছাড়া কেউ এ বিষয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে পারবে না। মুশ শহরটি তুরস্কের পূর্বাঞ্চলীয় মুশ প্রদেশের রাজধানী।
সোমবারের স্থানীয় পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন একেপি জাতীয়ভাবে ভালো করলেও রাজধানী আঙ্কারাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় হেরে গেছে।
এসএইচ-১৬/০২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)