ব্রিটিশ সেনাদের গুলির এমন একটি ভিডিও প্রকাশ হয়েছে যেখানে টার্গেট করা হয়েছে দেশটির বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিনকে। এ ঘটনায় একটি তদন্তও শুরু হয়েছে।
তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ঘটনাটি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ বলছে, সেনারা অনুশীলন চালিয়েছে। তবে সেগুলো প্রকৃত গুলি ছিল না।
খবরে বলা হয়েছে, ভিডিওটি আফগানিস্তানের রাজধানী কাবুলে করা হয়েছে।
স্কাই নিউজের ডিফেন্স প্রতিবেদক অ্যালিস্টার বাঙ্কল বলেছেন, অনুশীলনটি আফগানিস্তানের নিউ কাবুল কম্পাউন্ডে করা হয়েছে। যেখানে সেনারা ভিআইপিদের রক্ষার অনুশীলন চালিয়েছে।
তিনি জানান, অনুশীলনে সেলিব্রেটিদেরও ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু ভিআইপিদের রক্ষার অনুশীলনে প্রাধান্য দেওয়া হয়েছে।
এসএইচ-১৬/০৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)