গত মাসে ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যার দায়ে আটক ব্যক্তির মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।
ওই হামলাকারী বিচারের সম্মুখীন হওয়ার উপযুক্ত নাকি অপ্রকৃতিস্থ তা বিশেষজ্ঞরা সোমবার পরীক্ষা করে দেখবেন বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারক ক্যামেরন ম্যান্ডার।
অভিযুক্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারান্টের বিরুদ্ধে ৫০ জনকে হত্যা ও ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার টারান্ট কারাগার থেকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে দেখা দেন। আদালত কক্ষ হতাহতদের আত্মীয়স্বজনে পূর্ণ ছিল।
শুনানির সময় টারান্ট চুপচাপ সব শুনে যান। এই সময় তিনি কোনও মন্তব্য করেননি।
শুনানি চলাকালে টারান্ট বিচারক এবং আইনজীবীদেরকে দেখতে পেয়েছেন কিন্তু, সাধারণ মানুষের বসার জায়গা থেকে ক্যামেরা ঘুরিয়ে রাখা হয়েছিল।
তাকে আগামী ১৪ জুন আবারও হাজির করা হবে।
নিউজিল্যান্ডের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ওই হামলাকে নিউজিল্যান্ডের অন্যতম ‘অন্ধাকারাচ্ছন্ন সময়’ অভিহিত করেন।
হামলার পর নিউজিল্যান্ডে সবধরনের সেমি-অটোম্যাটিক এবং অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেন।
এসএইচ-০৭/০৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)