৫ লাখ যুবককে প্রতি মাসে ৬হাজার টাকা দেবে মোদী সরকার

লোকসভা নির্বাচনের আগে ভারতের যুব সমাজের ভোট টানতে মোদী ছাড়লেন নতুন ট্রাম কার্ড। মোদী সরকারের স্কিল প্রোগ্রামের অন্তর্ভুক্ত যুবকদের প্রতি মাসে ৬০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

এবার জুলাই মাস থেকে ইন্টার্নসিপ প্রোগ্রাম শুরু করা হবে।

বিজেপি সরকারের এই স্কিমের নাম ঝযৎবুধং নামে এই কার্যক্রম শুরু করা হবে। রেজিষ্ট্রেশন করানোর শেষ তারিখ ২৫ মার্চ। এবছর জুলাই মাস থেকে ইন্টার্নসিপ প্রোগ্রাম শুরু করা হবে।

১৫৩৩ নন টেকনিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজের ৯২৫ যুবক সর্বোচ্চ ৬ মাসের ইন্টার্নশিপ প্রোগ্রামের জম্য রেজিষ্ট্রেশন করেছে। এখনও পর্যন্ত এটা ভারতের সবচেয়ে বড় স্কিল প্রোগ্রাম।

প্রোগ্রামে ডিগ্রি কোর্সে যে যুবকরা ভর্তি হতে চলেছে তাদেরও রেখেছে। এর মূল উদ্দেশ্য নন টেকনিকেল পড়াশোনা করছে যে সমস্ত পড়–য়ারা তাদের কাছে পড়ার পাশাপাশি রোজগার করার সুযোগ করে দেওয়া।

এসএইচ-১৭/০৬/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : এনডিটিভি)