পাকিস্তানে ভারত সীমান্তের কাছে চীনা সৈন্য মোতায়েন

ভারতের উদ্বেগ আরও বাড়াল চীন। সেনাবাহিনীর একটি ফোর্সকে পাকিস্তানে মোতায়েন করল বেইজিং।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে চীনের একটি সেনাদল মোতায়েন করা হয়েছে। মূলত ভারত-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র নিরাপত্তার লক্ষ্যে এই বাহিনীকে পাক-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে মোতায়েন করা হয়েছে, যা যথেষ্ট চিন্তার কারণ ভারতের কাছে।

যদিও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদের সীমান্তের নিকটবর্তী এলাকায় চীনা সেনাদের গতিবিধি লক্ষ্য করছে এবং নজর রাখছে বলে জানা গেছে।

এদিকে এর আগে তিন হাজার কিলোমিটার করিডরের নিরাপত্তায় পাকিস্তান ১৭ হাজার সেনা মোতায়েন করেছে।

ভারতের প্রাক্তন এক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হারশা কাকার রাশিয়ান একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চীনের সেনাদল মোতায়েন ভারতের জন্য যথেষ্ট চিন্তার। প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনও সেনা অভিযান চালাতে গেলে চীনের এই বাহিনী বাধা হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এসএইচ-১৬/১৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)