বাধার মুখে বাহরাইন সফর বাতিল ইসরায়েলি প্রতিনিধি দলের

বাহরাইনের সাধারণ জনগণের তীব্র প্রতিবাদের মুখে মানামা সফর স্থগিত করেছে ইহুদিবাদী ইসরায়েলের একটি প্রতিনিধি দল। ইসরায়েলি প্রতিনিধি দলে ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের থাকার কথা ছিল।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে বাহরাইন সরকারের পদক্ষেপকে ভালো চোখে দেখছে না দেশটির সাধারণ মানুষ।

ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘রাজনৈতিক কারণে অর্থমন্ত্রী এলি কোহেনের পরিকল্পিত বাহরাইন সফর স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল’

বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন সংস্থা ‘গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্ক’ আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ইসরায়েল থেকে ৩০ জন ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা যোগ দেয়ার কথা ছিল। ১৫ এপ্রিল থেকে ১৮ এপিল পর্যন্ত এই অনুষ্ঠানে ইসরায়েলের অন্তত তিনজনের বক্তৃতা করার কথা ছিল।

সংস্থার সভাপতি জনাথন ওর্টম্যান্স জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলের প্রতিনিধি দল বাহরাইন সফর করেনি।

এসএইচ-১৮/১৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)