শ্রীলঙ্কায় বোমা হামলা: বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

শ্রীলঙ্কায় গির্জাসহ বিভিন্নস্থানে সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় বাংলাদেশিদের সহায়তার জন্য হেল্প লাইন চালু করেছে বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশি কারও কোন সহযোগিতার প্রয়োজন হাইকমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সহায়তার জন্য +94712406313 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।  হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানিয়েছে, সকাল থেকেই বোমা হামলার ঘটনায় সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। কোনো সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের গির্জা ও পাঁচ তাঁরা হোটেলে সিরিজ বোমা হামলায় অন্তত ১৫৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ৪০২ জন। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি পর্যটক রয়েছে।

এসএইচ-৩০/২১/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)