বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে’

ফের ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কলকাতার নিউটাউনের একটি হোটেলে অমিত শাহ সাংবাদিকদের বলেন, পুনরায় ক্ষমতায় এলে সারাদেশে নাগরিক তালিকা তৈরি করা হবে। নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত করে অনুপ্রবেশকারীদের চিহ্নত করা হবে।

অমিত শাহ বলেন, বাংলায় (পশ্চিমবঙ্গে) বিশেষ নজর বিজেপির৷ বাংলায় গণতন্ত্রের পুনরুদ্ধার করব৷ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করব৷ এরপরই দেশজুড়ে এনআরসি প্রয়োগ করা হবে৷

তবে, এক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা এদেশে এসেছেন৷ তাদের চিন্তার কোনো কারণ নেই ৷ কারণ বাংলাদেশ থেকে দেশে আসা শরনার্থীদের নাগরিত্ব দেওয়া হবে৷’

তৃতীয় দফা ভোট গ্রহণ হবে মঙ্গলবার। এদিন পশ্চিমবঙ্গের বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জাঙ্গিপুর এবং মুর্শিদাবাদের পাঁচটি আসনে ভোটগ্রহণ হবে৷

এসএইচ-১৯/২২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)