শ্রীলংকার সব গির্জা বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশটির এক জ্যেষ্ঠ পাদ্রী এ কথা জানান।
তিনি বলেন, ইস্টার সানডের প্রার্থনায় ভয়াবহ বোমা হামলার পর নিরাপত্তা ব্যবস্থার উন্নতির আগ পর্যন্ত দেশটির সব খ্রিষ্টান গির্জা বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত রোববার ইস্টার সানডের প্রার্থনার সময় দেশটির তিনটি গির্জা ও তিনটি হোটেলে ছয়টি বিস্ফোরণে ৩৬০ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক।
এসএইচ-১৫/২৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)