শ্রীলঙ্কায় হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ হয়েছিল ভারতে

শ্রীলঙ্কার বিভিন্ন গির্জা ও হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ ভারতে হয়েছে বলে ধারণা লঙ্কান সেনাবাহিনীর।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কা সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতের জনপ্রিয় পত্রিকা ‘দ্য হিন্দু’ জানায়, ‘আইএসের যোগসাজসের ব্যাপারে আমরা তদন্ত করছি। তবে আমাদের সন্দেহ হচ্ছে যে, হামলাকারীদের মধ্যে কয়েকজন ভারতে প্রশিক্ষণ নিয়ে থাকতে পারে, সেটা তামিলনাড়ুতে হওয়ার সম্ভাবনা বেশি।’

তবে হাশিমের ভারত সফরের ব্যাপারে দিল্লির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এই হামলার ঘটনায় শ্রীলঙ্কার তদন্ত কর্মকর্তারা ন্যাশনাল তাওহীদ জামায়াতের নেতা জাহরান হাশিমকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছেন।

দ্য হিন্দুর ওই প্রতিবেদনে বলা হয়, হামলা চালানোর আগে দীর্ঘদিন ভারতের তামিলনাড়ুতে সময় কাটিয়েছেন হাশিম।

গত ২১ এপ্রিল রোববার ওই হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হয়। যাদের মধ্যে ৪৫ জন শিশু এবং ৪০ জন বিদেশি নাগরিক। হামলার দু’দিন পর নানা নাটকীয়তার পর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

এসএইচ-১৮/২৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)