রাষ্ট্রদ্রোহ মামলার শুনানিতে হাজির হতে পাকিস্তানের আদালতে উপস্থিত থাকা অনিশ্চিত হয়ে পড়েছে দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের।
মোশাররফের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির জন্য ২ মে তাকে আদালতে তলব করা হয়।
এর আগে শনিবার এক বিবৃতিতে জানিয়েছিলেন আগামী ১ মে তিনি দেশে ফিরবেন। কিন্তু পরে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার অবস্থা মোটেও ভালো নয়।
দুবাইয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানায়, তিনি বিভিন্ন সমস্যায় ভুগছেন। সুতরাং এ অবস্থা তার পাকিস্তান যাওয়া ঠিক হবে না।
এর আগে শনিবার মোশাররফের আইনজীবী সালমান সফদার জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেয়ার জন্য দেশে ফিরছেন পারভেজ মোশাররফ।
উল্লেখ্য, ২০১৪ সালে ৭৫ বছর বয়সী এ সাবেক জেনারেলকে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করেন একটি বিশেষ আদালত।
২০১৬ সালে চিকিৎসার জন্য দুবাই পাড়ি দেন তিনি। এর পর আর দেশে ফেরেননি পারভেজ মোশাররফ। গত মাসে বিরল রোগে আক্রান্ত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। এখনও তার চিকিৎসা চলছে।
এসএইচ-১৯/২৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)