আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসের) শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদির একটি ভিডিও সোমবার প্রকাশিত হয়েছে।
এই ভিডিও’র মাধ্যমে দীর্ঘ ৫ বছর পর তিনি আবার সামনে এলেন। যাতে বাগদাদি গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গির্জা ও হোটেলে হামলাকারীদের প্রশংসা করেছেন।
দেশটির ইতিহাসে ভয়াবহ ওই হামলায় ৩৮ বিদেশিসহ আড়াই শতাধিক মানুষ নিহত ও ৫ শতাধিক আহত হয়েছেন।
সর্বশেষ ২০১৪ সালে ইরাকের মসুল থেকে ইরাক ও সিরিয়ার কিছু অংশজুড়ে খেলাফত ঘোষণা করে ভিডিও প্রকাশ করেছিলেন ৪৭ বছর বয়সী আবু বকর আল-বাগদাদি।
সোমবার আইএসের আল-ফুরকান মিডিয়া ভিডিওটি প্রকাশ করে। এতে জঙ্গি গোষ্ঠীটির আওতাধীন বিভিন্ন অঞ্চল হারানোর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি করেন আল-বাগদাদি।
ভিডিওটি কোথায় ধারণা করা হয়েছে, সে বিষয়ে কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু, ভিডিও’র ব্যক্তিটি নিজেকে বাগদাদি দাবি করে গত সপ্তাহে শ্রীলঙ্কায় ভয়াবহ প্রাণঘাতী হামলা এবং ম্যাসব্যাপী যুদ্ধের পর গত মার্চে সর্বশেষ ঘাঁটি বাঘুজ হারানোর প্রসঙ্গ এনেছেন।
১৮ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটিতে আল-বাগদাদি সিরিয়ার বাঘুজে আইএসের পরাজয় স্বীকার করে নিয়ে প্রতিশোধের হুমকি দেন।
ভিডিওতে আল-বাগদাদি বলেন, ‘বাঘুজের যুদ্ধ শেষ হলেও আরও অনেক কিছু বাকি আছে।’
তিনি বসে কথা বলছিলেন। এ সময় তার পাশে মুখোশ পরা তিনজনকে দেখা গেছে।
আল-বাগদাদি বলেন, ‘আল্লাহ আমাকে জিহাদ করতে বলেছেন। তিনি আমাকে বলেননি জয়ী হতেই হবে।’
শ্রীলঙ্কায় হামলার বিষয়ে আলোচনার সময় আল-বাগদাদিকে ক্যামেরার সামনে দেখা যায়নি। তবে সেখানকার আলেঅচনা এমন, বাঘুজে ভাইয়ের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে তারা।
ভিডিও’র ব্যক্তির মুখে লম্বা ধূসর দাঁড়ি এবং তাতে মেহেদী রাঙানো। কথা বলছিলেন ধীরে ধীরে। বাক্যের মাঝে কয়েক সেকেন্ডের বিরতি স্পষ্ট।
ভিডিও’র ব্যক্তিটি আল-বাগদাদিই বলে নিশ্চিত করেছে আইএসের কার্যক্রম পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স এবং ইরাকি বিশেষজ্ঞ হিশাম আল-হাসেমি।
তবে ভিডিওটি ঠিক কবে ও কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও কাতারের আলজাজিরা।
যদিও আল-ফুরকান মিডিয়ার দাবি, এটি এপ্রিলে ধারণ করা।
ভিডিও’র ব্যক্তি আদৌ আবু বকর আল-বাগদাদি কিনা তাও নিশ্চিত করে বলতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে রয়টার্সের খবরে বলা হয়, ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে এবং তা নির্ভরযোগ্য কিনা, তা যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিও’র শুরুতে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে আল-বাগদাদি বাঘুজের পরাজয়ের পাশাপাশি শ্রীলঙ্কা হামলার বিষয়েও কথা বলেন। একই সঙ্গে মালি ও বুরকিনা ফাসোয় জঙ্গি গোষ্ঠীটির কর্মীদের তৎপরতার প্রশংসাও করেন তিনি।
ইরাকে জন্ম নেয়া এই আইএস নেতার আসল নাম ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আল-বাদরি। গত পাঁচ বছরে তার কোনো ভিডিও বার্তা প্রকাশিত না হলেও গত বছরের আগস্টে তার একটি অডিও বার্তা প্রকাশিত হয়েছিল।
মূলত সিরিয়ায় আইএসের একের পর এক পরাজয় থেকে মানুষের দৃষ্টি ফেরাতেই ওই সময় অডিও বার্তা প্রকাশ করেছিলেন তিনি।
এরপর থেকে একাধিকবার বিভিন্ন সংস্থার বরাতে হামলায় আল-বাগদাদির নিহত অথবা আহতের খবর একাধিকবার এসেছে।
এসএইচ-১৬/৩০/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)